এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যতিক্রমী সফলতা অর্জনকারী সাংবাদিকদের সৃজনশীলতা ও পরিশ্রমকে সম্মান জানাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড–২০২৫”। ডিজিটাল যুগে দ্রুত দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি পেশাদার শ্রেষ্ঠত্বের নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রমজান আলী রুবেল এই সম্মাননা অর্জনকারী সাতজন প্রতিনিধির একজন। এশিয়ান টেলিভিশনে যোগদানের পর থেকেই তিনি নিয়মিতভাবে মিলিয়ন ভিউ অর্জনকারী প্রতিবেদন প্রকাশ করে আসছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ–দুর্দশা, সমস্যা–সংকট এবং সামাজিক সাফল্যের ঘটনাগুলো তুলে ধরে লাখো দর্শকের মন জয় করেছেন তিনি।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) এশিয়ান টেলিভিশন ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও জাহিদ ইবনে রশিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিজয়ীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, “এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা আরও বাড়াতে এবং উন্নত কাজের প্রতি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু স্বীকৃতি নয়, বরং ডিজিটাল মাধ্যমে পেশাদার মানদণ্ড স্থাপনের একটি উদ্যোগ।”
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিনিধিরা জানান, দর্শকদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এ ধরনের গঠনমূলক স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা করতে উৎসাহ জোগাবে এবং এশিয়ান টেলিভিশনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।শ্রীপুরে কর্মরত সাংবাদিকরাও রমজান আলী রুবেলের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার সাফল্যকে স্বাগত জানিয়েছেন।
