অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র জনতা।
শুক্রবার( ৯ মে) রাত ৯ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহা সড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে যান এবং রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়।ভোগান্তিতে পড়েন কয়েক হাজার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ‘যারা আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে আবারও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিতে চান এবং তাঁদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করছেন, আমরা তাঁদের বিরুদ্ধে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আবার লড়াই করব। আমাদের প্রায় দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। আমরা বিপ্লবীরা যারা জীবিত আছি, তারা আবারও জীবন দেব, তবু আওয়ামী লীগকে কোনো দিন রাজনীতি করার অধিকার দেব না। কেউ যদি তাদের রাজনীতি করার অধিকার দিতে চান, তাহলে তাঁর পরিণতিও স্বৈরাচার হাসিনার
মতো হবে।
উক্ত সমাবেশে জমিয়েত ইসলাম,খেলাফত,জামাতে ইসলামি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।