গাজীপুরের শ্রীপুরে আইলে কাটা ধানের আটিঁ রাখা নিয়ে দুই কৃষকের হাতাহাতির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে বাবা- ছেলে সহ তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার(২ মে) রাত ৯ টার দিকে উপজেলার যোগীর সীট গ্রামের গুজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা জানান,দুপুরে ধানের আটি আইলে রাখা নিয়ে দুই কৃষক মুছলেম ও ফারুকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ফারুকের ভাতিজা আল আমিন এসে মুছলেমকে ঘুষি মারে।এরপর আল আমিন আবার রাতে দলবল নিয়ে মুছলেম ও তার ছেলেকে ছুরিকাঘাত করে। এতে নাজমুল আহসান নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।