লালমনিরহাটের হাতিবান্ধায় প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরের পর টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় সংঘর্ষের সময় উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা একে অপরের উপর দোষারোপ করেছেন। সংঘর্ষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং মটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ, র্যাব ও বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
