হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে আজ রোববার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, নারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয়রা জানান, রোববার সকালে নিহতেরা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে যাচ্ছিল। ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।