গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জালাল মিয়া(৬৫) নামের এক বৃদ্ধকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
রোববার(২৪ আগস্ট) দুপুর দেড় টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বাঘের চালা জঙ্গলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত তহুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,জালাল মিয়া শিশুটির প্রতিবেশী।শিশুটি হয়দেবপুর দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।রোববার দুপুরে পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জালাল মিয়া চকলেটের প্রলোভন দেখিয়ে সু-কৌশলে শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুর চিৎকার শোনে এলাকাবাসী জালালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে হয়দেবপুর দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার বলেন,শোনেছি দুপুরে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আবদুল কুদ্দুস বলেন,দুপুর দেড় টার দিকে পরীক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে চকলেটের প্রলোভব দেখিয়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।খোঁজ পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে বৃদ্ধকে উদ্ধার করে। কারণ সেখানে শত শত লোক জমায়েত হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত জালাল পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।