নোয়াখালীর সোনাইমুড়িতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বেলায়েত হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার নাওতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের মাঝপথে একটি মালবাহী ট্রাকের চাকা নষ্ট হলে তা মেরামতের কাজ চলছিল। দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে, একই দিক থেকে আসা অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি থেমে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ১৭ জন আহত হন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
আহতদের মধ্যে বাসের চালক বেলায়েত হোসেন ও হেলপার মো. হানিফকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েতকে মৃত ঘোষণা করেন। হানিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।