শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়সেন্টমার্টিনে স্লুইস গেট বন্ধ থাকায় পানিবন্দি শতাধিক পরিবার

সেন্টমার্টিনে স্লুইস গেট বন্ধ থাকায় পানিবন্দি শতাধিক পরিবার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয়রা জানান, দ্বীপে পানি নিষ্কাশনের একমাত্র পথ স্লুইস গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০০ মানুষ দুর্ভোগে পড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, “গত দুই দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে জোয়ারের প্রভাবে নৌঘাটে নোঙর করা একটি ফিশিং ট্রলার ডুবে গেছে।”
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা আবুল কালাম দীর্ঘদিন ধরে স্লুইস গেটটি বন্ধ করে রেখেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, “আমি কোনো গেট বন্ধ করিনি। আমার পাশের বাড়ির খলিল নামের একজন ব্যক্তি সীমানা নির্ধারণ করতে গিয়ে গেটটি বন্ধ করেছে। আমরা সবাই মিলে এটি খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “স্লুইস গেট বন্ধ থাকায় পানি জমে গেছে এবং অনেক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। ইতোমধ্যে গেট খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি। প্রশাসন পানিবন্দি মানুষের খোঁজখবর রাখছে।”

অন্যদিকে, সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, ফলে দ্বীপে আটকে পড়া মানুষজনের দুর্ভোগ আরও বেড়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ