‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:প্রণয় ভূষণ দাস,উপজেলা সমাজ সেবা অফিসার ফারহা আক্তার,উপজেলা আইসিটি অফিসার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেয়া হয় গোসিঙ্গা ইউনিয়নের বাউনি গ্রামের আবদুল বারেকের মেয়ে মাহবুবা আলমকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সিরাজুল হকের মেয়ে রোমানা আক্তারকে,সফল জননী হিসেবে লাইলী বেগম,অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আকবর আলীর মেয়ে আখি শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার গ্রহণ করেন।