“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘ক্ষণিকা’তে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নারীর মর্যাদা রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক দায়বদ্ধতা একইসঙ্গে প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। তিনি বলেন, “মেয়েদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল জগতে নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
