গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা এবং ভাওয়ালগড়, পিরোজালী ও মির্জাপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুবকর সিদ্দিক মোড়ল গাজীপুরের শ্রীপুর উপজেলায় জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার রঙিলা বাজার সংলগ্ন মুলাইদ এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন এবং গণসংযোগ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা আঞ্চলিক বেফাক বোর্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই প্রার্থী “খেজুর গাছ” প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়ে যান। জলাবদ্ধতা পরিদর্শন শেষে তিনি বলেন,“গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে সুষ্ঠু পরিকল্পনা ও সরকারি বরাদ্দ প্রয়োজন। যদি এলাকাবাসী আমাকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি ইনশাআল্লাহ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করবো।”
স্থানীয়রা তার এ প্রতিশ্রুতি ও উপস্থিতিকে স্বাগত জানান এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।