গাজীপুরে শ্রীপুরে অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হানিফা (৭০) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাঘের গাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। রবিবার ভোর ৬টার দিকে পৌরসভার শ্রীপুর- রাজাবাড়ী আঞ্চলিক সড়কের লোহাগাছ গ্রামে ওই ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, রবিবার ভোর ৬টার দিকে শ্রীপুর – রাজাবাড়ী আঞ্চলিক রাস্তার শ্রীপুর পৌরসভাস্থ লোহাগাছ গ্রামে এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টিয়ে গুরুতর আহত হন হানিফা।স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয়-স্বজন মৃতের লাশ স্থায়ীয় ঠিকানায় নিয়ে যায় বলে জানা যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি। তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।