খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাস শ্রমিকের হাতে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছে। এসময় কয়েকটি বাস এবং কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে।জানা গেছে, গোপালগঞ্জ থেকে খুলনা আসার পথে একটি বাসে হেলপারের সঙ্গে কথা কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরবর্তীতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আসলে বাস শ্রমিকরা তাদেরও মারধর করে। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বাসস্ট্যান্ডে অবস্থান নেয় এবং শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর ফলে বেশ কিছু বাস ও কাউন্টার ভাঙচুর করা হয়।এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।