মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এই দাবিগুলো বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, সরকার যদি মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট দাবিগুলোর প্রজ্ঞাপন না জারি করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে এবং লং মার্চসহ পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে।

মঙ্গলবার সকালে তিনি বলেন, “আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।”

এর আগে, বাড়িভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ