বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে ৫৬৫ নবীন সৈনিকের শপথ

শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে ৫৬৫ নবীন সৈনিকের শপথ

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের ৮২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

৮২তম রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে ৫৬৫ জন নবীন সৈনিক অংশগ্রহণ করেন। এই নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে সৈনিক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশসেবায় আর্মি মেডিকেল কোরের অবদানের কথা উল্লেখ করেন। তিনি নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বানও জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদ, কর্নেল মো. আব্দুস সামাদ আল আজাদ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, মেজর মহেববুল্লাহ সাদী প্রমুখ।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবীন সৈনিকদের পরিবার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

ইমরুল হাসান বাবু
০১৭৯৪৬৭৮২৬১

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ