বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলেক্ষ বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকদল র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।

বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর বাজারের বিএনপির মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল। সঞ্চালনায় ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম নূর শিবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন। আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি প্রমুখ।

সভা শেষে নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া রাণীনগর বাজারসহ কয়েকটি স্থানের ময়লা-আর্বজনা ফেলার জন্য ৪টি ডাসবিন বিতরণ করা হয়েছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ