কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সালাউদ্দিন কাদের জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে চকরিয়া থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসার কারণ সম্পর্কে তিনি বলেন, ঘটনাস্থলে তুলা, শুকনো কাঠ ও প্লাস্টিকজাতীয় দাহ্য বস্তু大量 পরিমাণে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
আগুনের সূত্রপাতের বিষয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র এলাকায় থাকা পথশিশুদের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এদিকে, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লেগেছে ঠিকই, তবে আগুনের সঠিক কারণ এখনও তদন্তাধীন।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে।
