সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসবেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীপুরে কুরআন খতম ও মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীপুরে কুরআন খতম ও মিলাদ মাহফিল

গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফকির আব্দুল মান্নান মাস্টারের জ্যেষ্ঠ সন্তান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব হাবিবুল্লাহ ফকির, আফতাব উদ্দিন মোড়লসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ সব শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ বারী তারেক। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ ফকির বলেন, “দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবাই আজ একত্রিত হয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”
এ সময় প্রধান শিক্ষক এম এ বারী তারেক বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় মানবিক কাজে এগিয়ে আসে। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য এ দোয়া মাহফিল তারই অংশ।”

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ