গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ৫নং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী বিপুল মন্ডলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি।
শুক্রবার(১৫ আগস্ট)বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী
বিপুল মন্ডলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিপুল মন্ডল বলেন,আজকে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে বলা হয়েছে আমি নাকি টেংরা বড়বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হুজাইফাকে মারধর করছি। এ ঘটনায় মসজিদের ইমাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিকেলে টেংরা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন। এতে আমার সম্মান হানি হয়েছে। আসলে প্রকৃত ঘটনা হলো আমার বাড়ির পাশে একটি বিশাল এরিয়া জুড়ে পুকুর রয়েছে। সেখানে গ্রামের মা- বোন সহ সবাই গোসল করে।আমি ব্যবসায়ীক কাজে বাড়ির বাহিরে থাকি।কিছু দিন ধরে সমাজের লোকজন বলাবলি করছিল। দুপুরে গোসলের সময় হলে ইমাম সাহেব এখান দিয়ে চলাচল করেন এবং আড় চোখে তাকান।এ কথাটি আজ সকালে তাকে জিজ্ঞেস করেছি মাত্র। আসলে সত্যি কিনা। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অপর দিকে বিকেলে মসজিদের ইমামকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আলেম সমাজ।