নরসিংদী নতুন বাসস্ট্যান্ডের এলাকার শালিধা ও মাধবদীর কোতালিরচর-বিলপাড় সহ নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়কের প্রায় অর্ধ কিলোমিটার এলাকা ময়লার ভাগাড় দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলায় ভোগান্তে পরছেন সাধারণ মানুষ। এছাড়া এখানে সব সময় ময়লায় উৎপন্ন মিথেন গ্যাস থেকে আগুন জ্বলতে থাকে। পাশেই বৈদ্যুতিক খুঁটি থাকায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পথচারীদের অভিযোগ, ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত বের হওয়া দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়-স্বজন সহ প্রতিদিন কয়েক হাজার পথচারী এখান দিয়ে চলাচল করতে হয় । ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্র-ছাত্রী, রোগী ও পথচারী সহ আশপাশের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ময়লা থেকে নিঃসৃত দুর্গন্ধযুক্ত নোংরা পানি রাস্তায় পড়ে প্রতিনিয়ত রাস্তা ভেজা থাকার কারণে দুর্ঘটনায় অনেক পথচারী নিহত হওয়ার ঘটান ঘটেছে।পৌরসভায় অভিযোগ করেও কোনো সমাধান মিলছে না। এদিকে নরসিংদী পৌর প্রশাসক বলছেন, ময়লা-আবর্জনা যদি নির্ধারিত স্থানের বাইরে অথবা রাস্তার উপরে গিয়ে থাকে তবে দ্রুততম সময়ের মধ্যে তা অপসারন করা হবে।