বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসবাকৃবি ক্যাম্পাসে গবেষণা প্রকল্পের ১৪টি ভেড়া চুরি: লাখ টাকার ক্ষতি, হুমকিতে গবেষণা

বাকৃবি ক্যাম্পাসে গবেষণা প্রকল্পের ১৪টি ভেড়া চুরি: লাখ টাকার ক্ষতি, হুমকিতে গবেষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের গবেষণা প্রকল্পের আওতায় পরিচালিত খামার থেকে দরকারি ও গবেষণার জন্য ব্যবহৃত ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। চুরির এ ঘটনা ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের মধ্যে, মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামারে।

গবেষণার দায়িত্বে থাকা সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি জানান, “প্রতিটি ভেড়ার ওজন ৩০-৪০ কেজি। এগুলো শুধু গবেষণার জন্যই নয়, দেশের প্রজনন খামার উন্নয়নেও গুরুত্বপূর্ণ। এখন মাত্র ২-৩টি ভেড়া অবশিষ্ট আছে।” তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এই ‘নিউক্লিয়ার স্লট’ হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ধাক্কা।

তিনি আরও বলেন, “২০১১ সাল থেকে চলমান গবেষণায় এই ভেড়াগুলো থেকে সিমেন সংগ্রহ করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতো। এ চুরির ফলে আমার ব্যক্তিগত গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের অনেক শিক্ষার্থীর গবেষণায় মারাত্মক ক্ষতি হলো।”

বাকৃবির ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, খামারে দায়িত্বে থাকা দুই কর্মী বুধবার বিকেলে খামার ত্যাগ করেন, ফলে রাতের বেলায় খামারটি ছিল ফাঁকা। সকালে দেখা যায় খামারের তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তে কাজ চলছে।”

চুরির এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষকগণ এবং শিক্ষার্থীরা ভীষণ উদ্বিগ্ন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ