পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস- পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী ৪০। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ ঘটনায় অন্তত ১০জন আজত হয়েছেন।