সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নেই : ইসি সচিব

নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নেই : ইসি সচিব

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ‘এখন সবকিছুই সময় ও পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য রেখে এগোতে হয়। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি আমার মনে হয়নি।’
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে, যা পর্যালোচনার কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাব।’

ইসি ঘোষিত রোডম্যাপের অগ্রগতি প্রসঙ্গে সচিব বলেন, ‘সবকিছু শতভাগ করা সম্ভব নয়। কিছু বিষয়ে ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে, কিছুতে সামান্য বিলম্ব হচ্ছে, তবে সবকিছুই নিয়ন্ত্রিত অবস্থায় আছে।’

গত রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, ‘পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি নির্বাচন ভবনের বাইরে ঘটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, আমরা করব।’

এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিব কমনওয়েলথের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ