বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণা করা হয়েছে, সে অনুযায়ী যাতে রমজানের পূর্বে নির্বাচন হয় দেশবাসী এইটাকে স্বাগত জানায়৷ এটিও প্রত্যাশা করে যথা সময়ে নির্বাচনটি হয়৷ বাংলাদেশের মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই৷ কাজেই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সাথে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মত সরকার গঠন করতে চায়। তারেক রহমান বলেছেন মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই৷
শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতলী ইউনিয়নের বাগবাড়িয়া চৌবাড়ী স্কুল মাঠে আয়োজিত গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি ও লোকজ খেলাধুলা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই বাংলাদেশের কোন ফ্যাসিবাদ স্বৈরাচার জুলুম নির্যাতন হত্যা করে ক্ষমতায় থাকতে পারে নাই। সকল সময়ই জনগণ অধিকার আদায় করেছে, জনগণরেই জয় হয়েছে।
বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ এই বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না সকলেই মিলে এই দেশ আমরা গড়ে তুলবো৷
তিনি বলেন, গ্রাম বাংলা ঐতিহ্য ধরে রাখতে হবে। আমরা সবাই মিলে তা ধরে রাখবো৷ তারেক রহমান বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসর তারা পার্শ্ববর্তী দেশে বসে যড়যন্ত্র করছে৷ তাদের যড়যন্ত্রের কথা মানুষ বলে, কিন্ত ষড়যন্ত্র করে লাভ হবে না।
কাতুলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সচিব সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন প্রমুখ।