নরসিংদীর পলাশ ও শিবপুর উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ নভেম্বর) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বক্তারপুরে ইজিবাইকচালক ও রায়পুরার বাঁশগাড়ি এলাকা থেকে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, তাদের দুজনকেই হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে ইজিবাইকচালক ইউনুছ মিয়া ওরফে অপু (১৭) ও রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল্লাহ মিয়া (৫৫)।বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তিনি বলেন, পলাশের ঘটনাটি ইজিবাইক ছিনতাইয়ের কারণে ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত অপুর ইজিবাইকটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর রায়পুরায় ব্যাডমিন্টন খেলা নিয়ে পল্লী চিকিৎসক আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।