সোহেল রানা, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, মাদক, বাল্যবিবাহ, গুজব, দুর্নীতি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে দুই শতাধিক নারীদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ মে) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ সম্পন্ন হয়েছে। উক্ত সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল গফুর প্রাং, মো. হেলাল উদ্দিন সরকার, ইউপি সদস্য, কালিগ্রাম, রাণীনগর, নওগাঁ । নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়।