দেশে দলীয়করণ এখনো বিদ্যমান, শুধু রূপ পরিবর্তন হয়েছে এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পরও রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বরং দলীয়করণ এখনো দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে রয়ে গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা এই তিনটি শক্তির টানাপড়েনের মধ্যেই নির্বাচন পরিচালিত হয়।
তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরে দলীয়করণ নানা সমস্যার জন্ম দিয়েছে। তাই দুর্বলতা চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার আনা জরুরি। এ লক্ষ্যে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তবে সব কিছু সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব, যদি নির্বাচন কমিশন আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে এমন আশাবাদও ব্যক্ত করেন টিআইবির নির্বাহী পরিচালক।