সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, পদোন্নতির এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শিগগিরই শুরু হবে। পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা পরবর্তীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিচারকদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও সিনিয়রিটির ভিত্তিতে এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি বিচার বিভাগের নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা বিচার প্রশাসনের দক্ষতা ও বিচারসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
