ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাত থেকে এই যানজট শুরু হয়ে বৃহস্পতিবার ভোর সকাল পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ।
মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ দীর্ঘক্ষণ কাজ করার পর জটলা ঠিক হয়। তাদের ভাষ্য রাতভরই মহাসড়কে থেমে থেমে যানচলাচল করেছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর রাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। সেটি ঠিক হতে না হতেই ঢাকামুখী লেনে মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বাংলাদেশের খবরকে বলেন, চন্দ্রা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।