ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎই দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন বলেন, “দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।” তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের কিছু আসন ও সামগ্রী পুড়ে গেছে।
এদিকে টাঙ্গাইল থানার ওসি (তদন্ত) জানান, কারা ও কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।
সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
