শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে সাত্তার শপিং মলসহ দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে সাত্তার শপিং মলসহ দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ, বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার, নকল কসমেটিকস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় মেসার্স তাহের অ্যান্ড কোং ফিলিং স্টেশন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের সাত্তার শপিং মলে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জানা যায়, মেসার্স তাহের অ্যান্ড কোং ফিলিং স্টেশনে খালি সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরে বিভিন্ন কোম্পানির সিল লাগিয়ে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সাত্তার শপিং মলে অভিযান চালিয়ে নকল কসমেটিকস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জব্দকৃত ভেজাল ও নকল পণ্য ধ্বংস করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ