ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েলের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন। সভার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ও মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক ছাত্রনেতা তানভীর হাসান খান রুবেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মীসভায় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় ঐক্য, সংগঠন ও মাঠপর্যায়ে শক্তিশালী ভূমিকার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের পাশে থেকে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।