শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে অবস্থিত বাতিঘর আদর্শ পাঠাগারে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের সভাপতি মো. শাহজাহান ও প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য মো. শাকিল আহমেদ, অনিক হাসান, শাকিল হোসেন, মো. হেলাল শরীফ, সিয়ামসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতাটি গত ১১ জুলাই অনুষ্ঠিত হয়, বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায়। এতে অর্ধশতাধিক শিশু অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত, দ্বিতীয় স্থান লাভ করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সজিব সিকদার এবং তৃতীয় হয় ১ম শ্রেণির শিক্ষার্থী মুজাম্মেল হোসেন।
প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন,”বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। আষাঢ়-শ্রাবণ মানেই বর্ষাকাল। এ সময় প্রকৃতি নতুন প্রাণ ও সজীবতায় ভরে ওঠে। শিশুদের এই বৈচিত্র্য অনুভব করানোর লক্ষ্যেই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।”
শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ