ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে রিকশা শ্রমিকদের পক্ষ থেকে জোর আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা রিকশা শ্রমিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের শ্রমজীবী মানুষ আমার শক্তি ও অনুপ্রেরণা। তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সবসময় কাজ করে যেতে চাই।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। এই আসনে স্থানীয় ও পরীক্ষিত নেতা ফরহাদ ইকবালকে প্রার্থী করা হলে বিএনপি টাঙ্গাইলে আবারও সংগঠিত ও শক্ত অবস্থানে ফিরবে। তাঁকে মনোনয়ন দেওয়া হলে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী শ্রেণি, দলের পাশে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তারা।
সভায় বিপুলসংখ্যক রিকশা শ্রমিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল স্লোগান ও করতালিতে ফরহাদ ইকবালের সমর্থনে উৎসবমুখর পরিবেশ
