ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কর্তৃক পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় এবং পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ) উপজেলার কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রি এবং পরিমাপে কম দেওয়ার অপরাধে পিয়াসী হোটেল-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, এলেঙ্গা এলাকায় ক্ষতিকর রঙ ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুতের অপরাধে এস এস ফুড-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২৩৫ থেকে ২৭৫ গ্রাম ওজনের বিপুল সংখ্যক মিষ্টির প্যাকেট ধ্বংস করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ, টাঙ্গাইল সহযোগিতা প্রদান করেন।