ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের শমসের ফকির ডিগ্রি কলেজের সুনাম ও সম্মানহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামান।
তিনি বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, অসত্য ও মানহানিকর তথ্য প্রচার করছে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। এসব অপপ্রচারের কোনো বাস্তব ভিত্তি নেই।
অধ্যক্ষ জানান, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শমসের ফকির ডিগ্রি কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ড বজায় রেখে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে কলেজে নিয়মিত একাডেমিক কার্যক্রম, অভ্যন্তরীণ মূল্যায়ন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ সব প্রশাসনিক কাজ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকায় শিক্ষক মোনায়েম সরকার ও লাল মামুদ সরকারকে নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এসব মিথ্যা তথ্য শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে তদন্তসাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সরেজমিনে জানা যায়, কলেজের একাধিক শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের মতে, শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে অতীতে শিক্ষক নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় তদন্ত শেষে মামলায় দোষী প্রমাণিত হলে তিনি কারাভোগ করেন বলে দাবি করা হয়।
এ বিষয়ে শিক্ষক মোনায়েম সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, কলেজ কর্তৃপক্ষকে অবগত না করেই লোকমান হোসেন তার সার্টিফিকেট যাচাইয়ের জন্য চিঠি পাঠান এবং ভুল তথ্য দিয়ে জাল প্রমাণের চেষ্টা করেন। তিনি দাবি করেন, সঠিকভাবে যাচাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভুল তথ্য সাংবাদিকদের সরবরাহ করে তার সম্মানহানি করা হচ্ছে।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
