ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষামূলক অভিযানের অংশ হিসেবে জেলার ১২টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, কালিহাতী, বাসাইল, নাগরপুর, মধুপুর, মির্জাপুর, ভূঞাপুর, গোপালপুর ও ধনবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, মাদক সংরক্ষণ ও অন্যান্য ফৌজদারি অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, বাচ্চু আকন্দ, রুকন সাহা, মহিউদ্দিন ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. হাসান মিয়া, মো. নুরুল ইসলাম, রাকিব মিয়া, রবি মিয়া, আলমগীর হোসেনসহ মোট ২৩ জন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
