ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর ও চরপৌলী এলাকায় ধলেশ্বরী নদীর বাম তীরে নদী ভাঙন রোধে আপদকালীন জরুরি অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজের আওতায় জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ৫১০ মিটার এলাকা জুড়ে এই প্রকল্পের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, “ধলেশ্বরী নদীর বাম তীরে হঠাৎ নদী ভাঙন শুরু হয়, যার ফলে ঘরবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ রাস্তা হুমকির মুখে পড়ে। আপদকালীন এ প্রকল্পের আওতায় ৯৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ভাঙনপ্রবণ এলাকাজুড়ে জিও-টিউব ও জিও-ব্যাগ বসানো হচ্ছে।”
তিনি আরও জানান, এ কাজের মাধ্যমে নদীর তীরবর্তী প্রায় ৫০০টি পরিবার, ফসলি জমি, স্থানীয় সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন থেকে নিরাপদ থাকবে। ভবিষ্যতে ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।