ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল শহরের ছয় আনি বাজারে নিষিদ্ধ ও নকল প্রসাধনী বিক্রি ও সরবরাহের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে জব্দকৃত সকল নকল ও নিষিদ্ধ প্রসাধনী ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় তাকে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।
আসাদুজ্জামান রুমেল বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান জোরদার করেছে, যাতে জনগণ নিরাপদ ও মানসম্পন্ন পণ্য ব্যবহার করতে পারে।