সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষটাঙ্গাইলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা

টাঙ্গাইলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা

শাহ আলম,টাঙ্গাইল প্রতিনিধি:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এমন প্রত্যয়কে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সোমবার সকাল ১০টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসেইন।এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে।আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা