শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলে ‌দি টাঙ্গাইল শিক্ষা পরিবার-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলায় অবস্থিত ‌দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক খান মোহাম্মদ খালেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি টাঙ্গাইল শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, উদ্যোক্তা ও ভিসতা ইলেকট্রনিক্স-এর পরিচালক উদয় হাকিম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (প্রাণিবিদ্যা বিভাগ) প্রফেসর মো. গোলাম সরোয়ার, জেলা কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মুস্তাক আহম্মেদ, গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী মিলন, বেক্সট্রা ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক এনামুল কবির, ডিজি ল্যাব-এর প্রধান নির্বাহী মুশকিকুল আলম, সমাজসেবক সৈয়দ মাহবুবুর রহমান লিটনসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যই আগামী দিনে দেশের উন্নয়নের পথ সুগম করবে। বক্তারা অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও গুরুত্বের সাথে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ