শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১০

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের কালিহাতীতে কুড়া বোঝাই ট্রাক ও ঢালাইয়ের মিক্সার মেশিন বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। আহতদের মধ্যে রয়েছেন—বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জ্বল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২)সহ অন্তত ১০ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী শ্রমিক কালাম মিয়া জানান, আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কুড়া বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএস আলমগীর হোসেন বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ