শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুরণী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেল চালককে উদ্ধার করে
চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।
আহত ওই মোটরসাইকেল চালকের নাম ইঞ্জিনিয়ার মইন।তিনি গাজীপুরের চন্দ্রা এলাকা একটি কারখানায় কাজ করেন।
জানা যায়,শনিবার রাতে কাজ শেষে অফিস থেকে সুজুকি জিগজাগ মোটরসাইকেলযোগে মির্জাপুরের পাকুল্লায় নিজ বাসায় ফেরার পথে উপজেলার কুরণী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে নিয়ে ছিনতাইকারীরা তাকে অনুসরণ করতে থাকে। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে চলন্ত অবস্থায় মইনের হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় হোন্ডা থামালে ছিনতাইকারীরা মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
স্বজনরা জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনি সহযোগিতা পেতে কালিহাতী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন,ঘটনাটি মির্জাপুর থানার অধীনে। তাই মির্জাপুর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরে ওসির নির্দেশে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত মইনের সঙ্গে কথা বলে
তদন্ত শুরু করেন। তবে আহত মইনের আশঙ্কাজনক অবস্থা কেটে গেলেও এখনও সে মানসিকভাবে আতঙ্কিত রয়েছেন। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।