শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে চার যানবাহনের সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী মা ও শিশু কন্যা নিহত

টাঙ্গাইলে চার যানবাহনের সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী মা ও শিশু কন্যা নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় পরপর চারটি যানবাহনের সংঘর্ষে একটি প্রাইভেটকারে থাকা মা ও তার ১০ মাস বয়সী শিশু কন্যা নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাঁর ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরে ফিরছিলেন। পথে গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে পৌঁছালে তাঁদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১৩-০৪৩০) সামনে থাকা ঢাকাগামী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৬৩) সজোরে ধাক্কা দেয়।
এরপর পেছন থেকে একটি লাল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৪-৮৫৪৯) সাদা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একই সময় আরও পেছনে থাকা একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮২৩৮) লাল রঙের প্রাইভেটকারটিকে আঘাত করে। এতে মুহূর্তেই চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় সাদা প্রাইভেটকারে থাকা মা ও শিশু কন্যা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, “পর্যায়ক্রমে চারটি যানবাহনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ