বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

টাঙ্গাইলে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল–তোরাবগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। এতে করে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে পড়ে। এতে টাঙ্গাইল সদর ও তোরাবগঞ্জ অঞ্চলের অন্তত ২০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে যমুনার শাখা নদী এলাংজানীতে পানির প্রবাহ বৃদ্ধি পায় এবং তীব্র স্রোতের সৃষ্টি হয়। এর ফলে সেতুর পশ্চিম পাশে মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচ অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।

এর ফলে তোরাবগঞ্জ, চারাবাড়ি, কাতুলী, কাতুলীপাড়া, বকচরসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকল্প পথে ঘুরে দীর্ঘপথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে স্থানীয়দের।

প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ এবং ছোট-বড় যানবাহন চলাচল করত। কিন্তু অ্যাপ্রোচ ধসে পড়ায় বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা দ্রুত সেতুর মেরামতের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভেঙে যাওয়া সেতুর অ্যাপ্রোচ মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে, যাতে অচিরেই জনসাধারণের চলাচলের ব্যবস্থা পুনরায় চালু করা যায়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ