যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গোলাপ রহমান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক পাজামা, পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, জুতা ইত্যাদি বিতরণ করা হয়েছে। মির্জাপুর এগ্রোফার্ম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন এই ঈদের পোশাক বিতরণ করেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা বেশ খুশি। বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন।
সত্য সুন্দর একটি সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি বর্তমানে স্বদেশ সমাচার নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছেন। পত্রিকাটি বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।