বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের ধুলদী নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. শাহীনুর (৩০) ও অপরজনের বয়স ৬০ বছর, তার নাম-পরিচয় জানা য়ায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুল্লাহ বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, “সোহাগ পরিবহনের একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।”
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।”