বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোম্পানি লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছুটোছুটি শুরু করেন।

দুপুর ১টার দিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার নুর আলম দায়িত্ব পালন করছেন বলে তিনি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হঠাৎ করে তীব্র লেলিহান শিখা ও ধোঁয়া দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মহাসড়কের পাশের লোকজন আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। এর পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, “উপপরিচালক সাহেবের নির্দেশনায় আগুন নেভানোর কাজ চলছে।”এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ