গাজীপুরের শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সিয়াম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার(৫ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা- গাজীপুর আঞ্চলিক সড়কের চকপাড়া মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ভোলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের শরাফত আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় পলিশ ডিজাইনার কারখানায় কাজ করতেন।
মাওনা চকপাড়া (অস্থায়ী) পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আইয়ুবু ইসলাম বলেন, ভোরে কারখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে।