গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।নিহত ওই ভ্যানচালকের নাম সাবিক মিয়া (২০)।শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান,সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগী সরবরাহ করে ভ্যান চালিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেনন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিব। এ বিষয়ে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।